মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে নাসিমের বৈঠক অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৫১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

বৃহস্পতিবার মালয়েশিয়ার পিং সিটি পুত্রজায়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেদেশের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৈঠকে নাসিম বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আমরা আমাদের দেশের চিকিৎসকদের আরো অভিজ্ঞ করে তুলতে চাই।’

এসময় বাংলাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দিতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইয়ে দাতুক সারি ডা. এস সুব্রামানিয়ামের সঙ্গে বৈঠককালে এ সহযোগিতা চান মোহাম্মদ নাসিম। বৈঠকে দুই দেশের স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয় প্রাধান্য পায়। এসময় স্বাস্থ্যখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল খুব শিগগিরই বাংলাদেশ সফর করবে বলে জানান ডা. এস সুব্রামানিয়াম।

"
‘মালয়েশিয়ার চিকিৎসাবিজ্ঞান দ্রুত এগিয়ে চলেছে। তাই মালয়েশিয়া থেকে আমাদের চিকিৎসকরা উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন’, যোগ করেন নাসিম। এসময় ডা. এস সুব্রামানিয়াম বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘এই বৈঠকের পর আশা করছি আমাদের দুই দেশের মধ্যে চিকিৎসাসেবার মান আরো উন্নত হবে। সেই সঙ্গে মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে চিকিৎসা আরো দ্রুত এগিয়ে চলবে।’

"
বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, কাউন্সিলর (শ্রম) সায়েদুল ইসলাম, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ২৭ জানুয়ারি মালয়েশিয়া এম এইচ টিসির আমন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সে দেশে অবস্থান করছেন। রোববার মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক সংবর্ধনা দেয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।