ইউজিসি প্রতিনিধি দলের কুয়েট পরিদর্শন


প্রকাশিত: ০২:০৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চ পদস্থ একটি প্রতিনিধি দল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিদর্শন করেছেন।

শনিবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পক স্বপন কুমার ঘোষ ও উপ-প্রধান মো. ইমরুল মহসিন. সহকারী প্রধান নিশাত জাহান, ইউজিসির  পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নাছিমা রহমান, সিনিয়র সহকারী পরিচালক মো. আতোয়ার রহমান, পরিকল্পনা মন্ত্রণালয় আই এম ই ডি এর উপ-পরিচালক মো. মশিউর রহমানের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি কুয়েট পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে `খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সুুবিধাদি উন্নয়ন` শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এসময় পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুব আলম, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আলী মোল্লা, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আনিছুর রহমান ভুইয়া, নির্বাহী প্রকৌশলী ড. মো. জুলফিকার হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনাদি নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় প্রতিনিধি দলটি কুয়েটে চলমান প্রকল্পগুলির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

আলমগীর হান্নান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।