জঙ্গিবাদ ও মৌলবাদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি


প্রকাশিত: ০২:০১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপির গণবিরোধী কার্যকলাপের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে হবে। বিএনপির কার্মকাণ্ড কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পরিপন্থী।

শনিবার বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশার মোল্লা মাঠে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

পর্যটনমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে মানুষের জানমালের ক্ষতিসাধন করছে। একই সঙ্গে জঙ্গিবাদ ও মৌলবাদের পৃষ্ঠপোষকতা করছে। কৃষক ও ক্ষেতমজুরদের সংগঠিত হয়ে এর দাঁতভাঙা জবাব দিতে হবে। একই সঙ্গে এ সম্মেলন থেকে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিসহ যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের সমূলে বিনাসের শপথ নিতে হবে।

জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি কমরেড বিমল বিশ্বাস, কৃষক নেতা আনিসুর রহমান মল্লিক, কৃষক নেতা মাহামুদুল হাসান মানিক প্রমুখ।

হাফিজুল নিলু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।