রেলের অনিয়ম রোধে এবার চবির ১৭ শিক্ষার্থীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৭ জুলাই ২০২২

অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে যাত্রী হয়রানি বন্ধ, সহজডটকমের ভোগান্তির ঘটনায় ব্যবস্থা ও টিকিট কালোবাজারি প্রতিরোধে পদক্ষেপ নেওয়াসহ ছয় দফা দাবিতে এবার চট্টগ্রাম রেল স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৭ শিক্ষার্থী।

রোববার (১৭ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গত এক সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তারাও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সকাল থেকে ৬ জন শিক্ষার্থী শান্তিপূর্ণ অবস্থান করলেও বিকেল ৫টা পর্যন্ত চার শিক্ষার্থী অবস্থান করছেন স্টেশনে।

jagonews24

তবে এরই মধ্যে আর ১১ শিক্ষার্থী সশরীরে এসে সংহতি প্রকাশ করেছেন। সবমিলিয়ে ১৭ জন শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বর্তমানে অবস্থান নেওয়াদের মধ্যে রয়েছে চবির যোগাযোগ সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের কাজী আশিকুর রহমান, মোহাম্মদ মাহিন রুবেল, ৩য় বর্ষের মাহবুবুল হাসান ও মো. মাসুদ।

আন্দোলনে অংশ নেওয়া চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কাজী আশিকুর রহমান বলেন, সত্যিকার অর্থে রেলওয়ের সেবা নিয়ে আমরা ক্ষুব্ধ। বিশেষ করে সম্প্রতি যাত্রী হয়রানি বেড়েছে। অনলাইনে টিকিট কাটতে গিয়ে হয়রানিতে পড়তে হচ্ছে। আবার কাউন্টারে টিকিট পাওয়া যায় না। কিন্তু অনেক সময় আসন খালি নিয়েই রেল ঢাকায় যায়। আমরা রেলওয়ের এসব অনিয়ম আর চাই না।

jagonews24

‘আমরা চাই যাত্রী হয়রানি বন্ধ হোক। এজন্য রেলওয়ের অনিয়ম অব্যবস্থাপনা বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আজ সশরীরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অবস্থান নিয়েছি। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থীরা স্টেশনে এসে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। অনেকে দীর্ঘ সময় ধরে অবস্থানও করেছে।’

jagonews24

কাজী আশিকুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি যে ৬টা দাবি দিয়েছে, এগুলো আমাদেরও দাবি। তাই ওই ৬ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্ল্যাকার্ড হাতে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। রেওেয়ের সেবা নিশ্চিতে যাত্রীদের সচেতনতার বিকল্প নেই। যে কারণে আমরা সাধারণ যাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য কথা বলছি। যেখানে অন্যায় দেখবেন সেখানে যাত্রীরাই প্রতিরোধ গড়ে তুলবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে বলে জানান কাজী আশিকুর রহমান।

jagonews24

এদিকে গত এক সপ্তাহ ধরে রেলওয়ের অব্যবস্থাপনা রোধে ৬ দফা দাবি নিয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

দাবিগুলো হলো- টিকিট কেনার ক্ষেত্রে সহজডটকমের মাধ্যমে যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ, অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া, ট্রেনের টিকিট পরীক্ষক-তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।