স্থায়ী পুনর্বাসন চায় কল্যাণপুর বস্তিবাসী


প্রকাশিত: ০৫:১৬ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

কল্যাণপুর পোড়া বস্তিবাসীদের বিরুদ্ধে উচ্ছেদ ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন কল্যাণপুর বস্তিবাসী। তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে তাদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছে কল্যাণপুর বস্তিবাসী। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধনে প্রায় ৭ শতাধিক বস্তিবাসী অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৯ সালে ১৩ অক্টোবর ষড়যন্ত্র করে এই কল্যাণপুর পোড়াবস্তিতে আগুন লাগিয়ে শিশু-বৃদ্ধসহ ৯ জন মানুষকে হত্যা করা হয়েছিলো। আমাদের সেই বিপথের সময় বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা কাছে পেয়েছিলাম এবং তখন আপনি (প্রধানমন্ত্রী) প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, আমরা এখানেই থাকবো।

তারা বলেন, আমরা নদী ভাঙ্গা অসহায় ছিন্নমূল মানুষগুলো আজ আপনার মুখের দিকে তাকিয়ে আছি। যে উচ্ছেদ ষড়যন্ত্র চলছে তা রুখে দিয়ে এই পোড়াবস্তির গবির মানুষগুলোর স্থায়ী পুনর্বাসন করে মাথা গোজার ঠাঁই করে দিবেন।

এএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।