কৃত্রিম আলোতে এশিয়া কাপের সব ম্যাচ


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আর প্রথম বারের মত এবারই টি-টুয়েন্টি ফরম্যাটে হবে এশিয়া কাপের আসর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। মূল টুর্নামেন্টের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্বও হবে বাংলাদেশ। যাতে অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। আর আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের লড়াইয়ের মধ্য দিয়ে মূল পর্বের পর্দা ওঠার পর এশিয়া কাপের ঝলকানি থামবে ৬ মার্চ ফাইনালে।

এশিয়া কাপের চূড়ান্ত সূচি:

ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ-ভারত
ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা-বাছাই পর্ব পেরিয়ে আসা দল

ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ-বাছাই পর্ব পেরিয়ে আসা দল
ফেব্রুয়ারি ২৭: ভারত–পাকিস্তান

ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ–শ্রীলঙ্কা
ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান–বাছাই পর্ব পেরিয়ে আসা দল

মার্চ ১: ভারত–শ্রীলঙ্কা
মার্চ ২: বাংলাদেশ–পাকিস্তান

মার্চ ৩: ভারত–বাছাই পর্ব পেরিয়ে আসা দল
মার্চ ৪: পাকিস্তান–শ্রীলঙ্কা

মার্চ ৬: ফাইনাল

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।