বাল্য বিয়ের আয়োজন করায় বর-কনের বাবাকে কারাদণ্ড
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হিরনকান্দি গ্রামে বাল্য বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার হিরনকান্দি গ্রামের সোবহান সেখের ছেলে গার্মেন্টসকর্মী হামিদুল সেখের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ীর জাহাঙ্গীর আলমের কন্যা আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার মুন্নীর বিয়ের আয়োজন করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান অভিযান চালিয়ে মেয়ের বাবা জাহাঙ্গীর আলম ও বরের বাবা সোবহান সেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
রুবেলুর রহমান/বিএ