প্রথম ধাপে ৭৭৪ ইউনিয়নে নির্বাচন


প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬

প্রথম ধাপে ৭৭৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন মার্চ মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়ন পরিষদের তালিকাও করেছে ইসি। এর মাধ্যমে দেশে এবারই প্রথম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় প্রতীকে লড়বেন।

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ জানান, ‘আগামী মার্চে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন করা হবে। প্রথম ধাপে কয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন করা হবে তার একটা তালিকা করা হয়েছে। এগুলো এখন কমিশন সভায় উঠবে।’ এর পরই অনুমোদনের ব্যাপারটি আছে বলে জানিয়েছে কমিশন।

বর্তমানে দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৯ (৩) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।