ট্রেনের স্ট্যান্ডিং টিকিট পেতে যাত্রীদের ভিড়
কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলোতে স্ট্যান্ডিং টিকিট কাটার জন্য শুক্রবার (৮ জুলাই) বিকেলেও ছিল ঘরমুখো মানুষের ভিড়। পরিবারের সঙ্গে ঈদ করতে ভোগান্তি নিয়েই গ্রামের বাড়ি যেতে চান তারা।
রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে আসা মোহাম্মদ বাচ্চু বলেন, আজ থেকে আমার ছুটি শুরু হয়েছে। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছি। সড়কপথে অনেক যানজট থাকে, আবার টিকিট পাওয়াও কষ্টকর। ট্রেনে গেলে ভোগান্তি কিছুটা কম হবে বলে টিকিট কাটতে এলাম।
মৌচাক থেকে আসা মো. ফিরোজ নামের অপর এক যাত্রী বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাবো। ব্যস্ততার কারণে আগে রওনা দিতে পারিনি, তাই সন্ধ্যার ট্রেনের টিকিট কাটতে দুপুর বেলা চলে এলাম। আশা করছি, অন্তত একটি স্ট্যান্ডিং টিকিট পাব।
জামালপুর যাওয়ার জন্য ট্রেনের টিকেট কাটতে বিকেল চারটায় লাইনে দাঁড়ান মো. ফরিদুল। তিনি বলেন, প্রতিবছর ঈদের আগে ট্রেনের টিকিট পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা অনেক কষ্টকর। আজ বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট কাটতে এসেছি।
কেরানীগঞ্জ থেকে আসা মোহাম্মদ আলম বলেন, ছুটি পেয়েছি সাতদিন। একটু কষ্ট হলেও গ্রামের বাড়িতে সবার সঙ্গে ঈদ করতে যাচ্ছি।
আরএসএম/এসএএইচ/এএসএম