শিক্ষার্থীদের হাতে নিম্নমানের বই : সংসদে ক্ষোভ


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬

সরকার শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই তুলে দিতে পারলেও তা অত্যন্ত নিম্নমানের ও ভুলে ভরা বলে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

বৃহস্পতিবার সংসদে মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ডা. রুস্তম আলী ফরাজী বলেন, সরকার ১ জানুয়ারি দেশের কোটি কোটি শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছেন বলে সাধুবাদ জানাই। কিন্তু এসব বাইয়ের মলাট দু একদিনের মধ্যে উঠে গেছে। তাছাড়া কোনো কোনো বই অসংখ্য ভুলে ভরা। একজনের ছবি অন্যজনের নাম ও জম্ম তারিখ দেয়া রয়েছে। বই হাতে নেয়ার পরই মলাট ছিড়ে যাচ্ছে। এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরা নিয়েও দুই ধরনের তথ্য দেয়া হয়েছে। রবীন্দ্রনাথের কবিতার দুই লাইন বাদ পড়েছে। এছাড়া বানানেও অসংখ্য ভুল।

তাই এসব বই কারা কিভাবে ছাপলো তা তদন্ত করার জন্য একটি কমিটি করার আহ্বান জানান তিনি।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।