দেশে শিক্ষার হার ৬১ শতাংশ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫ সালের হিসেব অনুযায়ী দেশে শিক্ষার হার ৬১ শতাংশ বলে সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে ঢাকা-১ আসনের বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী ৯৭ দশমিক ৯৪ শতাংশ শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ঝরেপড়ার হার কমে ২০ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে এবং শিক্ষাচক্র সমাপনের হার ৭৯ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে।

শিক্ষার হার বৃদ্ধিকল্পে বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি, ঝরেপড়ার হার কমানো, উপস্থিতির হার বাড়ানো এবং শিক্ষাচক্র সমাপনের হার বৃদ্ধির জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।