রোয়াংছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাসংঘদান সম্পন্ন


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাসংঘদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার পাগলাছড়া সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহার প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন বিক্রিছড়া আগা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ উপঞঞা লঙ্কার থের। শ্রীমৎ আগগাশ্রী স্থবির সভাতিতেত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নান্টু পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সারা মহাথের।

এসময় বৌদ্ধধর্মাবলম্বীরা পঞ্চশীল গ্রহণ করেন। এছাড়াও ভগবান বুদ্ধের উদ্দেশ্য পূজারীরা বৌদ্ধ মূর্তি দান, ত্রিপিটক গ্রন্থ, শ্বেত চক্র ও স্বর্ণ চক্রদান করেন। পরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সকলের শান্তি কামনায় প্রার্থনায় সমবেত হন।

বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথি পবিত্র বৌদ্ধ ধাতু জাদি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। জেলার সাত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সৈকত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।