ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, তিনজন গ্রেফতার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৭ জুলাই ২০২২
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় পূর্ব শত্রুতার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রবিন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রবিনের বাবার করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিন মারা যান।

এর আগে বুধবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

রবিনের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলে একটি জুস কোম্পানিতে চাকরি করতো। ওর স্ত্রী ও এক মেয়ে রয়েছে। পূর্ব শত্রুতার জেরে বুধবার সন্ধ্যার দিকে স্থানীয় আকাশের নেতৃত্বে শাকিলসহ কয়েকজন মিলে রবিনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলের মৃত্যু হয়।

দেলোয়ার হোসেন আরও বলেন, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েকজন আসামি পলাতক রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য রবিনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল-আমিন/এসএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।