কম্প্রেসারে কিশোরের পায়ুপথে বাতাস, অবস্থা আশঙ্কাজনক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৬ জুলাই ২০২২
ফাইল ছবি

জুতার কারখানার এক কর্মচারীর পায়ুপথে কম্প্রেসারের মেশিন দিয়ে বাতাস দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

ওই কিশোরের নাম মো. জাহিদ (১৬)। বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় এই ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া কর্তব্যরত চিকিৎসকের বরাতে জানান, ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

এদিকে এ ঘটনায় জাহিদের সহকর্মী আব্দুর রহিমকে পুলিশ ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

জাহিদের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। তিনি শাহ আলমের ছেলে। যাত্রাবাড়ীর মাতুয়াইলে থাকে।

আহত কিশোরের মামা আব্দুল গাফফার বলেন, আমার ভাগনে ক্লাসিক নামে একটি জুতার কারখানায় কাজ করে। ওই কারখানার আব্দুর রহিম নামের আরেক কর্মচারী ভাগনের পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় হাসপাতালে।

জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।