ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ লাভ


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬

বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে স্থায়ী সনদ প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের সকল শর্ত পূরণ করায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশেরে (ইউজিসি) ভিত্তিতে গত মঙ্গলবার এ সনদ প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষামন্ত্রণালয়ের উপ সচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ইউজিসির মতামতের প্রেক্ষিতে সকল শর্ত পূরণ করায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ১০ ধারা মোতাবেক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, প্লট নংএ/২ মেইন রোড, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর,ঢাকা ১২১২ এর অনুকূলে স্থায়ীভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হলো।

এনএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।