৯ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু


প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৬ নভেম্বর ২০১৪
ফাইল ফটো

ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সম্মিলন তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামী ৯ জানুয়ারি। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

গত কয়েক বছর যাবত বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও দুই পর্বেই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। প্রথম পর্ব শুরু হবে আগামী ৯ জানুয়ারি এবং দ্বিতীয় পবের্র তিন দিনব্যাপী ইজতেমা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি।

বিশ্ব ইজতেমা উপলক্ষে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃংখলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইজতেমার প্রতিটি প্রবেশ পথে মুসল্লিদের নিরাপত্তার জন্য সিসি টিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে।

ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার ৫টি দেশের মুসল্লিরা বাংলাদেশের ইজতেমায় আসতে ভিসা পাবেন না উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা তাদের না আসার জন্য অনুরোধ করব।

দেশগুলো হলো- নাইজেরিয়া, মালি, গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওন।

তিনি বলেন, আগামী বছর ইজতেমায় অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক মাসের ভিসা এবং ইজতেমা শেষ হবার পর চিল্লার জন্য আরো ৪৫ দিনের ভিসা দেয়া হবে।

বৈঠকে জানানো হয়, টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে অনুষ্ঠিতব্য প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে তা ১১ জানুযারি আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এবং ইজতেমার দ্বিতীয় পর্ব ১৬ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৮ জানুয়ারি।

ইজতেমা প্রস্তুতি কমিটির সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশ, আনসার, বিজিবি, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়াসাসহ ইজতেমায় সেবাদানকারী বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।