ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে খালেদার শোক
কণ্ঠশিল্পী বেবী নাজনীনের বাবা ও বাংলাদেশ বেতারের বংশীবাদক ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘অসাধারণ দরদী সুরের বংশীবাদক ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে দেশের সঙ্গীতপ্রিয় মানুষের মধ্যে গভীর শােকের ছায়া নেমে এসেছে। দেশের সঙ্গীতাঙ্গনে মরহুম মনসুর আলী ছিলেন চিরউজ্জ্বল জ্যোতি। অনন্য গুণী এই শিল্পী তার বাঁশীর সুরের যাদুকরী মূর্ছনায় সকলকে মােহিত করতেন। এই জীবনশিল্পীর পরলােকগমন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক গভীর শােকের সৃষ্টি হলাে।’
খালেদা জিয়া মরহুম ওস্তাদ মনসুর আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শােকাহত পরিবারের সদস্য, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, নিকটজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
অপর এক শােকবাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীনের বাবা ও প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ মনসুর আলীকে সঙ্গীতাঙ্গনে বাঁশির সুরের জগতে এক কিংবদন্তি উল্লেখ করে তার মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, শিল্পী, ভক্ত ও গুণগ্রাহীদর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমএম/একে/আরআইপি