বাবা হারালেন বেবী নাজনীন


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬

জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনের বাবা মনসুর সরকার আর বেঁচে নেই। গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ধানমণ্ডির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বেবী নাজনীনের বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর হয়েছিল বলে জানা গেছে।
 
পরিবার সূত্রে আরো জানা গেছে, বুধবার বাদ জোহর গুলশান সোসাইটি মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মনসুর সরকারের দাফন সম্পন্ন হয়েছে।

বেবী নাজনীনের বাবা ছিলেন বাংলাদেশ বেতারের স্বনামধন্য বংশীবাদক ও সুরের সাধক। বাবার মৃত্যুতে তার বিদেহি আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।