জবি রাষ্ট্রবিজ্ঞানের ১ম বর্ষের ওরিয়েন্টেশন


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ ১ম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এ উপলক্ষে এ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।

এ সময় নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীসহ অনন্য শিক্ষকরা। এরপর অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে তাদেরকে মিষ্টি মুখ করানো হয়।

বক্তারা, নবীন শিক্ষার্থীদের বাস্তবতার আলোকে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী জ্ঞান অর্জনের জন্য উদ্ধুদ্ধ করেন।

বিভাগের প্রভাষক লামিয়া ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক অরুণ কুমার গোস্বামী, সহকারী অধ্যাপক মো. ময়েনুল হক, মুনমুন মাশরাফী, মো. নঈম আকতার সিদ্দিক, প্রভাষক শরীফ নূরজাহান, নূরানা, রাকিবা সুলাতানা রত্না, শিবলী নোমান নওশাদ, মো. কামরুজ্জামান প্রমুখ।

এসএম/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।