চট্টগ্রামে চীনা নৌবাহিনীর তিন জাহাজ


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

বাংলাদেশে ৫ দিনের শুভেচ্ছা সফরে বুধবার চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ। চীনা নৌবাহিনীর সাউথ সি ফ্লিটের ডিপুটি চিফ, রিয়ার এডমিরাল ইউ মানজিয়াং জাহাজ তিনটির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন। সফরকারী জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে বানৌজা ‘ঈসাখান’ এর অধিনায়ক কমডোর এম রাশেদ আলী তাদের স্বাগত জানান।  

বাংলাদেশে অবস্থানকালীন সফররত জাহাজ তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তা রিয়ার এডমিরাল ইউ মানজিয়াং এবং অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল আখতার হাবীব ও কমান্ডার বিএন ফ্লিট, রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। জাহাজ তিনটির এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীন নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করবে বলে আশা করা যায়।

বাংলাদেশে আগমনকালে সফরকারী জাহাজ তিনটি দেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বিজয়’ চীনা নৌবাহিনী জাহাজকে অভ্যর্থনা জানায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী ৩১ জানুয়ারি ২০১৬ বাংলাদেশ ত্যাগ করবে।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।