ডেপুটি স্পিকারের মায়ের ইন্তেকাল


প্রকাশিত: ১১:২১ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মা বেগম হামিদুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে গাইবান্ধার নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। তিনি ছেলে- মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

ডেপুটি স্পিকারের মায়ের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ. স. ম. ফিরোজ এবং হুইপরা গভীর শোক জানিয়েছেন।

পৃথক শোকবাণীতে তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ডেপুটি স্পিকারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন।

এইচএস/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।