মশা নিধনে ড্রোন ব্যবহার করছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৯ জুন ২০২২
ফাইল ছবি

রাজধানীর বাসাবাড়ির ছাদবাগানে মশার লার্ভা আছে কি না, তা দেখতে ড্রোন ব্যবহার শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি পার্ক এলাকায় এ ড্রোন ব্যবহার করা হবে।

বুধবার (২৯ জুন) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্ক এলাকায় অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে এডিস মশার লার্ভা শনাক্তকরণ কার্যক্রম শুরু হবে। এসময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান উপস্থিত থাকবেন।

এরআগে বুধবার (২৯ জুন) দুপুরে বনানীর শেরাটন হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে ড্রোন দিয়ে মশা মারার কথা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র নগরবাসীকে সতর্ক করে বলেন, গত ১০ দিন ধরে ড্রোনের মাধ্যমে প্রত্যেকটি ছাদবাগান পর্যবেক্ষণ শুরু করেছি আমরা। এটা আমাদের জন্য খুব ইজি (সহজ) হয়ে গেছে। যেখানে আমরা লার্ভা পাচ্ছি, ওই বাড়িতে গিয়ে জরিমানা করছি।

তিনি বলেন, ‘আমরা বলতে চাই, নিজের বাড়ির দায়িত্ব তার নিতে হবে। আমরা ওষুধ ছিটিয়ে দিচ্ছি। কিন্তু আপনার বাসায় আপনি যদি এডিস মশার জন্ম দেন তার দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে এবং জেল-জরিমানা ও নিয়মিত মামলা হবে।’

মেয়র আতিকুল বলেন, ‘ডেঙ্গুর সময় বাড়িতে বাড়িতে ছাদবাগান পর্যবেক্ষণ করা চ্যালেঞ্জ। কেউ ছাদে অব্যবহৃত টায়ার রেখে দিলো কি না, ছাদবাগান যারা করেছে তারা ঠিকমতো মেইনটেইন করছে কি না, ড্রোন দিয়ে এগুলো দেখা হবে। গত কিছুদিন ধরে এ কার্যক্রম চলছে। দিনে ১৫০-২০০টি বাড়ির ছাদে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এমএমএ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।