পেনশনভোগীদের বঞ্চিত করবেন না


প্রকাশিত: ১০:১৪ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

সম্প্রতি সরকার দেশে নতুন বেতন স্কেল ঘোষণা করেছে। এই স্কেল গত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে। নতুন বেতন স্কেলে মূল বেতনের ২০ শতাংশ হারে ‘নববর্ষ’ বোনাস ঘোষণা করা হয়েছে।

এটি  একটি শুভ সূচনা। এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আগের ও বর্তমান বেতন স্কেল অনুযায়ী পেনশনভোগীদের মধ্যে যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাঁরা বছরে দুটি উৎসব ভাতাও পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন। কিন্তু নবঘোষিত ‘নববর্ষ’ বোনাস থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে।

আমরা আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়টি বিবেচনা করবেন। জীবনের শেষ প্রান্তে পৌঁছানো বৃদ্ধ পেনশনভোগীদের এই আনন্দ থেকে বঞ্চিত করবেন না।

লেখক: ফরিদপুর।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।