গাজীপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:০১ এএম, ২৭ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

গাজীপুরের পাজুলিয়া এলাকা থেকে মো. মোস্তান আলী (৪৮) নামে এক ব্যবসায়ীর ঝুলস্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. মোস্তান আলী স্থানীয় মৃত রমজান আলীর ছেলে।

জয়দেবপুর থানার পিএসআই মো. উজ্জ্বল হোসেন জানান, সকালে বাড়ির পাশে একটি জাম গাছে ফাঁস লাগানো অবস্থায় মোস্তান আলীর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মোস্তান আলী পোল্ট্রি ফিডের ব্যবসা করতেন। সিটি কর্পোরেশনের বিএডিসি বাজারে তার পোল্ট্রি ফিডের দোকান রয়েছে।
                
আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।