প্রধান বিচারপতির বক্তব্যে সরকার বিপদে পড়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতির বক্তব্য ছিল লাখ লাখ মানুষের মনের প্রতিধ্বনি। সেজন্য তার ওই বক্তব্যে সরকার বিপদে পড়েছে।
তিনি বলেন, ‘অবসর গ্রহণের পর বিচারকের লেখা রায় বেআইনি ও অসাংবিধানিক’- মর্মে প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্য জনগণের মধ্যে আশা সৃষ্টি করেছে।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিজভী বলেন, প্রধান বিচারপতির এমন বক্তব্যের কারণে আইনমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহা হতাশা থেকে এ কথা বলেছেন। উনি আইন জানেন না।
সরকারের উদ্দেশে রিজভী বলেন, আইনমন্ত্রীর কথা অনুযায়ী প্রধান বিচারপতি যদি আইন না জানেন তাহলে একজন আইন না জানা লোককে আপনারা কিভাবে প্রধান বিচারপতি করলেন? বিচারপতি নিয়োগের ক্ষমতা তো জাতীয় সংসদের, যদিও এ সংসদ বাকশালী সংসদ। এখানে কোনো বিরোধী দল নেই।
বিএনপির এই নেতা বলেন, প্রতিটি শোককে প্রতিরোধের জন্য উদ্দীপ্ত করতে হবে। আন্দোলন চলাকালে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়াকে অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হয়েছে। তার ওপর অবিচার, অন্যায় ও জুলুম করা হয়েছে।
এতে আরো উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনীর হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
এমএম/জেএইচ/পিআর