কোকোকে কৌশলে হত্যা করা হয়েছে
আরাফাত রহমান কোকোকে কৌশলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোকোকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে শামসুজ্জামান দুদু বলেন, ওয়ান-ইলেভেনের সরকার ও শেখ হাসিনা জিয়া পরিবারকে ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্র করেছেন। এরই অংশ হিসেবে তারা কোকোকে কৌশলে হত্যা করেছেন। অথচ রাজনীতির বাইরে ছিলেন কোকো। কিন্তু তিনি রাজনীতির নির্মম শিকার। কোকোকে ওয়ান-ইলেভেনের সময় গ্রেফতার করে তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। ওই শারীরিক নির্যাতনের ধকল থেকে তিনি আর সেরে উঠতে পারেননি। পরবর্তীতে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন তিনি।
তিনি আরো বলেন, আমরা এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছি। কোনো কথা না বললেও আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হচ্ছে। অথচ সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম কথা বলতে প্রধান বিচারপতিকে ধমক দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। এমন অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বুঝে-শুনে কথা বলার আহ্বান জানিয়ে দুদু বলেন, পাগলের লজ্জা থাকলেও ইনুর কোনো লজ্জা নেই। অথচ সেই ইনু বিএনপির চেয়ারপারসনকে জেল ও আদালতের বারান্দার ভয় দেখান। ইনু সাহেব বুঝে-শুনে কথা বলবেন। এই দিন শেষ দিন নয়, সামনে আরো দিন আসবে। তখন আপনার ঠাঁই কোথায় হবে?
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক।
এতে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনীর হোসেন, যুগ্ম-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান।
এমএম/জেএইচ/পিআর