‘বিটিসিএল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণে প্রশাসন গড়িমসি করছে’
রাষ্ট্রীয় কোম্পানী বিটিসিএলে মাস্টাররোল কর্মচারীদের স্থায়ী নিয়োগ দেয়ার কথা থাকা সত্বেও তা নিয়ে বিটিসিএল প্রশাসন গড়িমসি করছে বলে অভিযোগ করেছে মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবববন্ধনে এ অভিযোগ জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক বিটিটিবি তথা বর্তমান বিটিসিএল এ মাস্টাররোল কর্মচারীরা দীর্ঘ ১৮-১৯ বছর ধরে কর্মরত। মাস্টাররোল কর্মচারীরা স্থায়ী নিয়োগের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি বা রাষ্ট্রীয় কোম্পানিগুলোতে মাস্টাররোল কর্মচারীদের স্থায়ীকরণ করা হয়েছে কিন্তু একমাত্র রাষ্ট্রীয় কোম্পানি বিটিসিএলে মাস্টাররোল কর্মচারীদের স্থায়ী নিয়োগ দেয়ার কথা থাকা সত্বেও তা নিয়ে বিটিসিএল প্রশাসন গড়িমসি করছে।
স্থায়ী নিয়োগ প্রদানে বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক হয়েছে উল্লেখ করে তারা বলেন, ‘বৈঠকে এমডি আমাদের চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ দিতে আশ্বাস দেন। তবে সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।’
মানববন্ধন শেষে কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগ দিতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতারা।
এএস/জেএইচ/পিআর