রামগঞ্জে জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ


প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৭১২ জন জেলের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু ইউছুফ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, মৎস্য মন্ত্রণালয়ের স্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক, জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্যা, রামগঞ্জ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, শিউলি আক্তার সুরাইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইউসুফ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার জেলেদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্রের কারণে তারা সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা পাবে। পাশাপাশি এর মাধ্যমে প্রকৃত জেলেরা তাদের পেশাগত পরিচয় পেয়েছে।

কাজল কায়েস/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।