হেলমেট ছাড়াই পদ্মা সেতুতে, বললেন ভুলে রেখে আসছি
রোববার ভোর থেকেই সব ধরনের যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। তবে প্রথমদিন মোটরসাইকেল আরোহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাইকারদের মধ্যে নিয়ম না মানার প্রবণতাও দেখা যায় এদিন।
রোববার মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পারি দিতে জাজিরা প্রান্তে টোল দেন মো. সাজ্জাদ। তার পেছনেও ছিলেন একজন। তবে দুজনের একজনের মাথায়ও হেলমেট দেখা যায়নি।
হেলমেট না থাকার কারণ জানতে চাইলে সাজ্জাদ জাগো নিউজকে বলেন, আনতে ভুলে গেছি। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। আমার বাসা সামনেই। নেক্সট টাইম আশা করি আর ভুল হবে না। তবে সেতু হওয়ায় তিনি বেশ খুশি বলেও জানান।
শুধু সাজ্জাদ নয়, দিনভর অসংখ্য মোটরসাইকেল আরোহীকে হেলমেট ছাড়া সেতু পার হতে দেখা যায়। হেলমেট ছাড়াই অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায় অনেককে, আবার সেলফিও তোলেন কেউ কেউ।
এদিকে সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। রোববার (২৬ জুন) রাতে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ।
সেতু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমদিন দুপুর পর্যন্ত যেসব গাড়ি সেতু পার হয়েছে, তার মধ্যে ৬০ শতাংশ ছিল মোটরসাইকেল।
যান চলাচলের জন্য খুলে দেওয়ার প্রথমদিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মক আহত হয়েছেন। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
তবে পদ্মা সেতুর কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
দক্ষিণবঙ্গের ২১ জেলার স্বপ্নের দুয়ার খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) উদ্বোধন হয়েছে পদ্মা সেতুর।
এমআইএস/ইএ/জিকেএস