তামাকজাত দ্রব্যে স্বাস্থ্য সতর্কবাণী লেখা নিশ্চিতকরণের দাবি


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

সকল তামাকজাত দ্রব্যের মোড়কে আগামী ১৯ মার্চের মধ্যে আইন অনুযায়ী স্বাস্থ্য সতর্কবাণী লেখা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে সরকার ২০১৩ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০১৫ সংশোধন করেছে এবং ২০১৫ সালে সংশোধিত আইনের বিধিমালা প্রনয়ন করেছে। সংশোধিত আইন ও বিধিমালা অনুযায়ী আগামী ১৯ মার্চ থেকে সচিত্র স্বাস্থ্য সতর্কবানী সংবলিত প্যাকেট ব্যতিত কোন তামাকজাত দ্রব্য বাজারজাত বা বিক্রি করা যাবে না।

তারা বলেন, বহুজাতিক তামাক কোম্পানিগুলো তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবানী প্রদানের বিষয়টি বাধাগ্রস্ত করতে নানা ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে এবং নানা ধরনের অপকৌশল প্রয়োগ করছে। কিন্তু আইন ও বিধিমালা অনুসারে এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির কোন অবকাশ নেই।

অরুনোদায়ের তরুন দল, ডাব্লিউবি ট্রাস, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, মানবিক, নিরাপদ ডেভেলপমেন্ট ফাইন্ডেশন, গ্রীন মাইন্ড সোসাইটি, নাটব, একলাব, এইড, টিসিআরসি এবং বাংলাদেশ তামাকবিরোধী জোট এই মানববন্ধনের আয়োজন করে।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।