মুখোশ পরে মাদকবিরোধী মানববন্ধন শিশু-কিশোরদের

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস বা বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে জনসচেতনতা তৈরিতে বর্ণাঢ্য মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রোববার (২৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখোশ পরে এ মানববন্ধন করেন আয়োজকরা। মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশা’ আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় শিশু-কিশোররাও। মানববন্ধনকারীদের হাতে ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ। মানববন্ধনে বক্তারা রাজধানীসহ সারাদেশে অবৈধভাবে গড়ে ওঠা সীসা-বার উচ্ছেদ করার ওপর জোর দেন।
পাশাপাশি রাজধানীর পথশিশুদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
কেএইচ/জেএইচ/এএসএম