১৯ মার্চ কাউন্সিলের ভেন্যু চেয়ে বিএনপির চিঠি


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল আয়োজন করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য চিঠি দিয়েছে বিএনপি। ১৯ মার্চ সম্ভাব্য তারিখ রেখে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে এই ভেন্যু চাওয়া হয়েছে। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রথমত আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাউন্সিল করতে চাই। এজন্য বুকিংয়ের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

তিনি বলেন, ১৯ মার্চ কাউন্সিলের তারিখ রেখে অনুমোদন চাওয়া হয়েছে। ওইদিন যদি সেখানে অন্য প্রোগ্রাম থাকে তাহলে ২০ বা ২১ তারিখেও কাউন্সিল হতে পারে বলেও জানান তিনি।

এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুমোদন না পেলে বিএনপি বিকল্প হিসেবে পল্টন ময়দান অথবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে প্রাধান্য দিচ্ছে।

গত ২৩ জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মার্চে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়রপারসন বেগম খালেদা জিয়া।

নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে তিন বছর পরপর প্রতিটি রাজনৈতিক দলের কাউন্সিল করার বিধান রয়েছে। সে অনুযায়ী ২০১২ সালের ডিসেম্বরে ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা ছিল।

তবে বিরোধী দল হিসেবে আন্দোলনে ব্যস্ততা ও দেশের সার্বিক পরিস্থিতির কারণে সেটা পারেনি বিএনপি। ২০১৩ সালে একবার কাউন্সিল আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নিলেও দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে সরে আসে দলটি।

তবে নির্বাচন কমিশনের বিধি মেনে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ২০১৪ সালের ৩১ মে পর্যন্ত কাউন্সিল আয়োজনের সময় চায় দলটি।

উল্লেখ্য, ২০০৯ সালের ৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির সবশেষ পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।