চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ


প্রকাশিত: ০৪:৪০ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

দীর্ঘ ১০ বছর পর আজ (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় বড় সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ও রঙিন পোস্টারে-পোস্টারে সেজেছে জেলাসহ পুরো শহর।

সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে সম্মেলন শুরু হবে। ইতোমধ্যে স্টেডিয়ামে বিশাল মঞ্চ তৈরি হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রায় ২শতাধিক অতিথি থাকবেন। প্রধান মঞ্চের পাশেই তৈরি হয়েছে আরো একটি মঞ্চ সেখানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। সম্মেলনস্থলে থাকছে প্রায় ৩০টি সিসি ক্যামেরা। মঞ্চের পাশেই থাকছে বিশাল আকারের মনিটর।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাবেক আইনমন্ত্রী অ্যাড. আ. মতিন খসরু এমপি, র.ম. মুসতাকিন, ফরিদুর রহমান লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দীসহ জেলার সকল সংসদ সদস্য।

সম্মেলন সফল করতে সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী।

এদিকে, সম্মেলনে নেতৃত্ব পেতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ১২জন। এদের মধ্যে সভাপতি পদে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ গাজী, শহর আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, বিশিষ্ট চিকিৎসক জে আর ওয়াদুদ টিপু, জেলা সহ-সভাপতি ইউসুফ গাজী।

আর সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিএমএর সভাপতি ডা. হারুন অর রশিদ সাগর, শামছুল হক মন্টু পাটোয়ারী, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া।

ইকরাম চৌধুরী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।