টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০২:৫৩ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টেলিভিশন।

নিজেদের মাঠে বিশ্বকাপ। মেহেদী হাসান মিরাজদের তাই স্বপ্নটা অনেক বড়। বাংলাদেশ দলের নিবিড় অনুশীলন এবং দীর্ঘদিন ধরে নেয়া প্রস্তুতির বাস্তবায়ন করার মঞ্চ এবার প্রস্তুত। উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে সেই অসাধ্যটা সাধন করতে চায় বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকাকেই নিজেদের মাঠে এবং তাদের ঘরের মাঠে গিয়ে বেশ কয়েকবার হারিয়ে আসার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের যুবাদের। সে লক্ষ্য সামনে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজরা।

অন্য দিকে প্রথম ম্যাচে জয় দিয়ে গত বারের সাফল্য ধরে রাখতে মাঠে নামবে প্রোটিয়ারা। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক টনি জর্জি বলেন, বাংলাদেশ বেশ ভালো দল। আমাদের দলে বেশ কয়েকজন মেধাবী ক্রিকেটার আছে। আমাদের হারাতে হলে বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলত হবে।

বাংলাদেশ দল:

মোহাম্মদ সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ ঈমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সাইফউদ্দিন, সাঈদ সরকার, সঞ্জিত সাহা, আব্দুল হালিম ও সালেহ আহমেদ শাওন গাজী।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।