ময়মনসিংহে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
সুন্দর আগামীর প্রত্যাশায় বিভাগীয় শহর ময়মনসিংহকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে ক্লিন সিটি বাস্তবায়নের লক্ষ্যে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ‘জেনেট ফর লাইফ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার সকালে সংগঠনটি শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্কয়ার থেকে গাঙ্গিনারপাড় পর্যন্ত তাদের পরিচ্ছন্নতা অভিযার চালায়।
এসময় সংগঠনটির সভাপতি ফাহাদ শাহরিয়ার, দফতর সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনেরর সেচ্ছাসেবীরা জানান, পৌরসভার পাশাপাশি তাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম জেলার বিভিন্নস্থানে নিয়মিত পরিচালিত হবে।
বিএ