ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে অ্যাথলেটিকোর আপিল


প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬

খেলোয়াড় দলবদলে ফিফার আরোপিত এক বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কম বয়সী খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করানোর কারণে ক্লাবটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার আপিল করেছে ক্লাবটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাথলেটিকো জানিয়েছে, ‘ফিফার ডিসিপ্লিনারি কমিটি আরোপিত শাস্তির বিরুদ্ধে আপিল করা হয়েছে।’

চলতি বছর জুলাই মাসে দলবদল প্রক্রিয়া শুরুর সময় থেকে এই নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হবে, যা বলবৎ থাকবে ২০১৭ সালের জানুয়ারিতে পরবর্তী দলবদল প্রক্রিয়া চলাকালীন পর্যন্ত। একই শাস্তির আওতায় রয়েছে রিয়াল মাদ্রিদও।

নিষেধাজ্ঞার পাশাপাশি অ্যাথলেটিকোকে ৮২ লাখ ইউরো এবং রিয়ালকে ৩৩ লাখ ইউরো জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। অবশ্য চলতি মাসের শেষভাগ পর্যন্ত দুটি ক্লাবই দলবদল কার্যক্রমে অংশ নিতে পারবে।

ফিফার দলবদল সিস্টেমে এই দুই ক্লাবের দলবদল প্রক্রিয়ায় সতর্কবার্তা পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটি তাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার পর ফিফার পরিচালনা পরিষদ এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে।

ফিফার আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোনো ফুটবলারকে এক দেশ থেকে অন্য দেশে বদলি করা যাবে না। ফিফার বিশেষ কমিটির মাধ্যমে সবগুলো দলবদলের অনুমোদন নিতে হবে।

একই ধরনের অপরাধের কারণে ইউরোপীয় চ্যাম্পিয়ন বার্সেলোনাও ইতোমধ্যে শাস্তির মেয়াদ পূর্ণ করেছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।