আর্ন্তজাতিক কাস্টম দিবস পালন


প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও মঙ্গলবার আর্ন্তজাতিক কাস্টম দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কাস্টম কো-অপারেশন কাউন্সিলের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ বছরে দিবসের প্রদিপাদ্য বিষয় ছিল, ‘ডিজিটাল কাস্টম : প্রোগ্রেসিভ এনগেজমেন্ট’।

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি পালন উপলক্ষে দিবসের সফলতা কামনা করে পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে তারা কাস্টম বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে করদাতাদের শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড এ উপলক্ষে রাজধানীতে র‌্যালি ও সেমিনারের আয়োজন করা হয়।

সারাবিশ্বে কাস্টম প্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে ১৯৫২ সালে ডাব্লিউ সিও প্রতিষ্ঠা করা হয়।

একে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।