জনশক্তি রফতানি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে


প্রকাশিত: ০১:০২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬

বাংলাদেশের জনশক্তি রফতানি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিটিশ বাংলাদেশ বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন নুরুল ইসলাম বিএসসি।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার প্রতিনিধিদলের সদস্যদের মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিত করেন।

মন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করে যে কোনো ধরনের বিনিয়োগ বাধা দূর করবে।

বিএসসি বলেন, বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। বর্তমানে ৭১টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মী প্রেরণ করা হচ্ছে।

সরকারের এই টেকনোক্রেট মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিনিয়োগবান্ধব। বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা সরকারের রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ব্রিটিশ বাংলাদেশ দলের ১৭ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন মেজবাউর রহমান, চেয়ারম্যান দেশ ফাউন্ডেশন, ইউকে।

এসএ/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।