কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনার সুপারিশ
কৃষি মন্ত্রণালয়ের কাজকে আরো গতিশীল ও উন্নত করার জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদফতর ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয়ের ব্যবস্থা জোরদারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া দেশের খাদ্য উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি ও খাদ্যশস্যের বিভিন্ন জাত উদ্ভাবনের জন্য কৃষি গবেষণাকে আরো উন্নত ও প্রযুক্তি নির্ভর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেনে সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, মো. আব্দুল মান্নান, এ,কে, এম, এবং রেজাউল করিম তানসেন অংশ নেন।
রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়িসহ যে সমস্ত পার্বত্য অঞ্চলে কৃষি কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা নেই তাদের জন্য গাড়ির ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
আগামী বাজেটে কৃষি মন্ত্রণালয় যাতে প্রয়োজনীয় পরিমাণ বরাদ্দ পেতে পারে তার জন্য মন্ত্রণালয় এবং কমিটি এক সাথে অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবে বলে জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের ((BINA)) কার্যক্রম সম্পর্কে , বিএডিসি’তে বাস্তবায়নাধীন ডাবল লিফট সেচ প্রকল্পের (ডালিসেপ্র) অগ্রগতি পর্যালোচনা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিভিন্ন পর্যায়ে পদোন্নতি ও চলমান জনবল নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতির উপর আলোচনা করা হয়।
এছাড়া কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বিএমডিএ এর কর্মকর্তা সমন্বয়ে একটি প্রতিনিধি দল কর্তৃক চীনের সেচ ব্যবস্থায় প্রি-পেইড মিটারিং সিস্টেম ও বিএমডিএ এর সেচ ব্যবস্থা পরিদর্শনের উপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এইচএস/এসকেডি/আরআইপি