সহকর্মীর গুলিতে ১০ পুলিশ নিহত


প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে উরুজগান প্রদেশে সহকর্মীর গুলিতে কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

উরুজগান প্রদেশের গভর্নরের মুখপাত্র দোস্ত মোহাম্মদ নায়াব জানান, ওই পুলিশ সদস্য উরুজগানের একটি পুলিশ চেকপোস্টের কাছে দায়িত্বপালনরত তার ১০ সহকর্মীকে নেশাজাতীয় কিছু খাওয়ায় এবং পরে গুলি করে হত্যা করে। এদিকে তালেবান জঙ্গিরা এ হত্যার দায় স্বীকার করেছে।

হত্যাকাণ্ডের পর ওই ঘাতক পুলিশ সদস্য পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান শুরু করেছে দেশটির আইন-শৃঙ্খলাবাহিনী। মঙ্গলবার সকালের দিকে চেক পোস্টের কাছে পুলিশের একটি গাড়ি বহর যাওয়ার সময় তালেবান হামলা চালায়। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসঅাইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।