বন্যায় দেশে ১৫ হাজার গরুর খামার ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২১ জুন ২০২২

চলমান বন্যায় এ পর্যন্ত সারাদেশে ১৫ হাজার গরুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে এটি প্রাথমিক হিসাব, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

সোমবার (২০ জুন) প্রাণিসম্পদ অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, চলমান বন্যায় এ পর্যন্ত দেশের ১২টি জেলার ৭৪টি উপজেলার ৩১৬টি ইউনিয়নের ১৫ হাজার ৬০টি গরুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে খামারীদের সম্ভাব্য ক্ষতি ২৬১ কোটি ৮৩ লাখ টাকা।

এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ বলেন, এটি প্রাথমিক হিসাব। প্রতিদিনই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। আর ক্ষয়ক্ষতি যতটুকু সম্ভব কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগ। এ বিভাগে ৯৮০টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে গরুর সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৭৮৩টি। খামারগুলোতে ২৮ হাজার ৭০৭টি মহিষ ও ৫৪ হাজার ৫১৯টি ছাগল রয়েছে।

ময়মনসিংহ বিভাগে ৫৮০টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রংপুর ও ঢাকা বিভাগে পুরোপুরি কোনো খামার ক্ষতিগ্রস্ত হয়নি। তবে রংপুরে অর্থিক ক্ষতি হয়েছে ১৭ লাখ ৫৯ হাজার ৯০০ টাকার এবং ঢাকা বিভাগে আর্থিক ক্ষতি হয়েছে ১৩৬ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকার গবাদি পশু।

এনএইচ/এমপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।