শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

গৃহকর্মী হত্যা ও নির্যাতন এবং গাজীপুরের পূবাইলে বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও শ্রমিক নিরাপত্তা ফোরাম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবনন্ধনে এ দাবি জানান তারা। একইসঙ্গে এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর বনশ্রীতে শিশু গৃহকর্মী মুন্নী আক্তারকে হত্যা, গৃহকর্মী শিল্পীর উপর অমানবিক নির্যাতন এবং গাজীপুরের পূবাইলে বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পাশিপাশি দায়ী ব্যক্তিদের দৃষ্টানমূলক শাস্তি প্রদান না করলে এসব ঘটনাগুলো আরো বাড়তে থাকবে।

দেশব্যাপী গৃহশ্রমিকদের সুরক্ষায় সদ্য প্রণীত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ অবিলম্বে বাস্তবায়নের দাবিও জানান বক্তারা।

মানববন্ধনে সংসদ সদস্য শিরিন আক্তার, শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক হামিদা হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।