বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অবদান প্রশংসনীয়


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৫ সালের ৪ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াতের ‘অনৈতিক’ ও জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অবদান প্রশংসনীয়। এছাড়া এসব কর্মসূচিতে অবদান রাখায় বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০১৬ এর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, বিগত বছরে বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের অনৈতিক কর্মসূচিতে ২৩১ জন নিহত, ১ হাজার ১৮০ জন আহত, ২ হাজার ৯০০ বাস-গাড়ি-রেলে আগুন দেয়া হয়েছে। ৭০টি অফিস-স্থাপনায় হামলা ও ৬টি অফিস পুড়িয়ে দেয়া হয়েছে। তাদের সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুরে পুলিশ, র্যাব-বিজিবি, প্রিজাইডিং অফিসাররা মানবেতর জীবনযাপন করেছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অবদান প্রশংসনীয়।

শেখ হাসিনা বলেন, দেশ সর্বক্ষেত্রে এগিয়েছে। নিজেদের জীবন বাজী রেখে দেশের উন্নয়নে অবদান রাখায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ।  

এর আগে সকাল ১০ টায় রাজারবাগে উপস্থিত হয়ে পুলিশের বিভিন্ন বাহিনীর প্যারেড প্রদক্ষিণ ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য ১০২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বিপিএম-মরণোত্তর, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), পিপিএম-সেবা প্রদান করেন।

এআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।