ক্যামেরুনে আত্মঘাতী হামলায় নিহত ২৯


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

ক্যামেরুনের উত্তরাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় একটি বাজারে ওই হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরো ৩০ জন। খবর আলজাজিরার।

স্থানীয় কর্মকর্তারা জানান, নাইজেরিয়া সীমান্তের প্রত্যন্ত বোদো গ্রামের বাজারে ওই হামলা হয়েছে। বোমা হামলাকারীরা বাজারে ঢোকার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। পরে বাধার মুখে সেখানেই বোমার বিস্ফোরণ ঘটায়। হামলায় প্রাথমিকভাবে ২৯ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। দেশটিতে দীর্ঘদিন ধরে বোকো হারাম জঙ্গিরা সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে আসছে। প্রতিবেশী নাইজেরিয়ায় এ গোষ্ঠীর ব্যাপক তৎপরতা রয়েছে।

গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত বোকো হারাম গোষ্ঠীর বোমা হামলায় ক্যামেরুনে ১২০ জনের বেশি নিহত হয়েছে।

এসঅাইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।