অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকার ম্যাচ দিয়ে ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০১৬। বাংলাদেশের ৮টি ভেন্যু অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ৪৮টি ম্যাচ। সব ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া বাংলাদেশ সরকার পরিচালিত বিটিভিতেও সম্প্রচার করা হবে। তবে শুধুমাত্র বাংলাদেশের ম্যাচগুলো, এছাড়া সেমিফাইনাল ও ফাইনালও সম্প্রচার করা হবে বিটিভিতে।

এ ছাড়া যুব বিশ্বকাপ দেখতে পাবেন স্টার স্পোর্টস-১, সুপার স্পোর্টস-২ ও স্কাই স্পোর্টস-২ চ্যানেলে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।