আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের মূল্য তালিকা


প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় ৭০০ খেলোয়াড়ের ভিত্তি মূল্য নির্ধারণ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সাকিব ছাড়াও এই তালিকায় রয়েছেন বাংলাদেশের দলের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। এবার আইপিএলের নবম আসরে মুস্তাফিজের পর তামিম, তাসকিন এবং সৌম্যর মূল্য নির্ধারণ করেছে বিসিসিআই।

চারজন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ইতোমধ্যে মুস্তাফিজের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৫০ লাখ রুপি। যা বাংলাদেশী টাকায় ৫৮ লক্ষ টাকা। ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৫০ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় ৫৮ লক্ষ টাকা। এছাড়া ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ও পেসার তাসকিনের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৩০ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা।

প্রাথমিক তালিকার ৭০০ জন থেকে ৩০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। আর আগামী ৬ ফেব্রুয়ারি এই তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।

এক নজরে দেখে নিন আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য:
তামিম ইকবাল: ৫০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৫৮ লক্ষ )
মুস্তাফিজুর রহমান: ৫০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৫৮ লক্ষ )
সৌম্য সরকার: ৩০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৩৫ লক্ষ )
তাসকিন আহমেদ: ৩০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৩৫ লক্ষ )।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।