কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪


প্রকাশিত: ০২:৩২ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও মেয়েসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

গৌরিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনিরুজ্জামান টেলিফোনে জাগো নিউজকে বলেন, ঢাকাগামী প্রাইভেটকারটি মহাসড়কের টামটায় পৌঁছলে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়।

নিহতরা হচ্ছেন, প্রাইভেটকারের যাত্রী ঢাকার জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফজলুল বারী চৌধুরী (৪৫), তার স্ত্রী (৩৫), মেয়ে (৭) ও কাজের মেয়ে (১৩)। ওই দুর্ঘটনায় মারাত্মক আহত তাদের অপর মেয়ে (৫) ও ছেলে (৩) কে স্থানীয় গৌরিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাোন হয়েছে। নিহতদের সবার বাড়ি বগুড়ার সদর উপজেলায়।  

মো: কামাল উদ্দিন/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।