সালাম দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সব ছিনিয়ে নিতো তারা
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- মো. আমিনুল ইসলাম বাবু ওরফে সুমন ইসলাম বাবু ওরফে সাইফুল ওরফে বাবু ওরফে সুমন, মো. সজল সিদ্দিক, দেলোয়ার হোসেন ওরফে পরশ পাঠান ওরফে পলাশ ওরফে দীপু ওরফে মানিক ওরফে দেলোয়ার হোসেন পরশ ওরফে কালা মানিক, মো. সাইফুল ইসলাম, মো. হাসান, মো. আমির আলী ও মো. লিটন মিয়া ।
শুক্রবার (১৭ জুন) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সালাম পার্টির সদস্য উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশে একদল ডাকাত সদস্য অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর গিয়ে গ্রেফতার হন আমিনুল, সজল, দেলোয়ার ও সাইফুল। এসময় তাদের কাছ থেকে একটি প্যাডেলচালিত রিকশা, একটি চাপাতি, চার টুকরা নাইলনের রশি ও তিনটি চাকু জব্দ করা হয়।
পৃথক অভিযানে উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সালাম পার্টির সদস্য হাসান, আমির ও লিটনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি প্যাডেলচালিত রিকশা, একটি চাপাতি, চার টুকরা নাইলনের রশি ও একটি কাটার নাইফ জব্দ করা হয়।
ওসি আকতারুজ্জামান আরও বলেন, গ্রেফতাররা সালাম পার্টির সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের উত্তরা, মিরপুর, মতিঝিল এলাকায় কৌশলে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নিতো। তাদের মধ্যে একজন প্রথমে ব্যাংকে অবস্থান নিতো। কেউ ব্যাংক থেকে টাকা তুলে রিকশায় ফেরার পথে চক্রের সদস্যরা তাদের টার্গেট করে পিছু নিতো।
রিকশাসহ ওই যাত্রী কোনো নির্জন রাস্তায় পৌঁছালে তাদের মধ্যে যে কোনো একজন টার্গেট করা রিকশার যাত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে রিকশার গতিরোধ করতো। এরপর তাদের সহযোগীরা একত্রিত হয়ে রিকশার হুড উঠিয়ে ওই যাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।
গ্রেফতার চক্রের সদস্যরা গ্রেফতার এড়াতে বিভিন্ন সময় ভিন্ন পরিচয় ও ঠিকানা ব্যবহার করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
টিটি/জেএস/এমকেআর/এমএস