বোমা বানাতে গিয়ে উড়ে গেল যুবকের কবজি


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬

যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে কোরবান আলী (৩০) নামে এক যুবকের হাতের কবজি উড়ে গেছে। সোমবার দুপুরে শহরের বেজপাড়া বনানী রোডের নিজ বাড়িতে বসে বোমা বানানোর সময় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কোরবান আলী (৩০) বেজপাড়া বনানী রোডের গোলাম আকবরের ছেলে।

কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, দুপুর দেড়টার দিকে কোরবান আলী হাতবোমা তৈরি করছিলেন। এ সময় বোমা বিস্ফোরণে তার দুই হাতের কবজি উড়ে যায়। মুখমণ্ডলও মারাত্মকভাবে ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

মিলন রহমান/এআরএ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।