ফুলবাড়ী সীমান্তে গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি গরু ব্যবসায়ী আজিজুল হক (৩৩) আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত আজিজুল ফুলবাড়ির ধুলারকুটি গ্রামের হাসেন আলীর ছেলে। তিনি রংপুর বিভাগীয় শহরে গিয়ে গোপনে চিকিৎসা নিয়েছেন।

এদিকে এ ঘটনার পর ওই সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তজার্তিক সীমান্ত পিলার ৯৩১ এর সাব পিলার ৩ এর পাশ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীরা নো-ম্যান্স ল্যান্ডে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ীর কাছে গরু হস্তান্তর করছিল। এসময় ভারতের নারায়ণগঞ্জ ক্যাম্পের বিএসএফ জোয়ানরা পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতেই গুলিবিদ্ধ হন আজিজুল হক। এসময় বাকিরা পালিয়ে যান।

এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি শিমুলবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম মর্তুজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ব্যক্তি ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়। আরও কেউ আহত হয়েছে কিনা তা আমরা খোঁজ-খবর রাখছি। আহত আজিজুল রংপুরে আত্মগোপন করায় ঘটনার বিস্তারিত জানা যায়নি। তবে ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

প্রচণ্ড ঠাণ্ডা এবং ঘন কুয়াশার কারণে চোরাকারবারী দিনের বেলাই এ সুযোগে নেয়। এত ঘন কুয়াশা যে ১০ হাত দূরের বস্তু ভালোভাবে দেখা যায় না।

নাজমুল হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।